রাজশাহীতে ককটেল বিস্ফোরণে আহত ২
রাজশাহীতে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের মো. নুরুর ছেলে মো. বাবু (৩৫) ও খড়ের বাড়ি গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. মাজেদুল ইসলাম (৪২)। চরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, রোববার (১০ সেপ্টেম্বর) চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে নির্বাচন স্থগিত করেছে উপজেলা শিক্ষা অফিস। এ ঘটনা কেন্দ্র করে ওই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাহবুবুল আলম আরও বলেন, এ ঘটনা কারা ঘটাতে পারে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। ঘটনায় জড়িতদের খুঁজে পেলে আমরা নিজেরাই বাদী হলে মামলা দায়ের করবো।
সাখাওয়াত হোসেন/এসএএইচ