কীভাবে এত উন্নয়ন হয়েছে, তা দেখতে এসেছি: কান্নি উইগনারাজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশে কীভাবে এত উন্নয়ন হয়েছে, তা দেখতে এসেছেন বলে জানান জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আরও পড়ুন> রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের ৪২ কোটি টাকা মানবিক সহায়তা

তিনি বলেন, আমরা অনেক পরিবর্তন দেখেছি। কাজেই জাতিসংঘ ও ইউএনডিপির জন্য উন্নয়ন এজেন্ডা নিয়ে আলোচনাই এখানে বেশি গুরুত্ব পেয়েছে। আমরা কেবল বাংলাদেশের একটি অংশকেই বেশি গুরুত্ব দিচ্ছি না, বরং পুরো বাংলাদেশের জন্য এটি। এ কারণেই মূলত আমি এখানে এসেছি। এছাড়া বাংলাদেশে কীভাবে এত উন্নয়ন হয়েছে, তাও দেখতে এসেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভাসানচর ও কক্সবাজারে গিয়েছিলাম। আমি বাংলাদেশে অনেকবার এসেছি। আমি এখানে কোনো একটি একক বিষয় নিয়ে আসিনি, সব বিষয় মাথায় নিয়েই এসেছি।

তবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

আইএইচআর/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।