বিমানবাহিনীর এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ বিমানবাহিনীর ৫১তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লালমনিরহাটে বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিটে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম নেন।

এ কুচকাওয়াজের মধ্যদিয়ে মোট ৫০ জন এমওডিসি (বিমান) রিক্রুট বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। রিক্রুট (এমওডিসি) মো. আদিল মিয়া শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে চৌকস রিক্রুট ট্রফি লাভ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং রিক্রুটদের অভিভাবক উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।