ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে মেয়র আতিকের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম/ ফাইল ছবি

এশিয়া কাপে ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এই শুভেচ্ছা জানান।

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, এশিয়া কাপের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র বাংলাদেশ দলের এই জয়ের ধারা আসন্ন বিশ্বকাপেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এমএমএ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।