হাজারীবাগে পোল্টি ফিড কারখানা সিলগালা


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ ডিসেম্বর ২০১৪

বিষাক্ত পোল্টি ফিড উৎপাদন করে বাজারজাত করায় রাজধানীর হাজারীবাগ থানার সনাতন ঘর এলাকার ‘হাইপো ফিড ইন্টারন্যাশনাল লিমিডেট নামে একটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর দেড়টায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় হাইপো ফিড’র পরিচালক সাইফুল ইসলাম ও তার সহযোগী জামাল মিয়াকে আটক করা হয় এবং তাদের দু’জনকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, গরুর চামড়ার উচ্ছিষ্টাংশ দিয়ে তারা হাস-মুরগির খাবার তৈরি করে বাজারজাত করতেন। তাদের এ পোল্টি ফিড স্বাস্থ্য সম্মত না হওয়ায় তাদেরকে জরিমানা ও কোম্পানিটি সিলগালা করে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।