রাবিতে স্কেলের আঘাতে ছাত্রলীগ কর্মী আহত


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৩ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের কর্মী রুহুল আমিন কিসকু ও শিক্ষার্থী জিহাদ হোসাইনের মধ্যে মারামারির সময় সময় জিহাদের হাতে থাকা স্কেলের আঘাতে আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী কিসকু। বুধবার দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে।

আহত কিসকু বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্য শিক্ষার্থী জিহাদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে জিহাদ পরীক্ষা দিয়ে হলের দিকে ফিরছিলেন। এ সময় কিসকু ও তার বন্ধুরা জিহাদের পথরোধ করে অতর্কিত মারধর শুরু করলে জিহাদ তার হাতে থাকা স্কেল দিয়ে আঘাত করলে কিসকুর মাথায় আঘাত পান। পরে তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

রুহল আমিন কিসকু পূর্ব শত্রুতার জেরে জিহাদকে মারধর করেন উল্লেখ করে জিহাদ হোসাইন। তিনি জাগো নিউজকে বলেন, দুই দিন আগে শাহ মখদুম হলের সামনে একটি দোকানের সামনে জুতা রাখা নিয়ে তার সঙ্গে আমার কথাকাটাকাটি হয়েছিল। আজ আমি পরীক্ষা শেষ করে হলে ফিরছিলাম। তখন সে বন্ধুদের নিয়ে আমাকে মারে। বাধা দিতে গেলে তার মাথায় আমার হাতে থাকা স্কেলের আঘাত লাগে।

তবে ভিন্ন কথা বলছেন ছাত্রলীগ কর্মী রুহুল আমিন কিসকু। তিনি জিহাদকে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি হেঁটে যাচ্ছিলাম। ওই ছেলে আমার দিকে বারবার তাকাচ্ছিল। তখন আমি তাকে ‘কেনো তাকাচ্ছে’ জিজ্ঞেস করতেই সে আমার মাথায় আঘাত করে। আমি তাকে চিনি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, কিসকুকে আহত করার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জাগো নিউজকে বলেন, বিষয়টি জেনেছি। আহত শিক্ষার্থীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাশেদ রিন্টু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।