যুবলীগ নেতা হত্যার বিচার শুরু : আদালতে বাদীর উপর হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর এলাকার যুবলীগ নেতা লিটন হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ২৯ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করেছেন আদালত।
বুধবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে ২৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
এদিকে চার্জ গঠন শেষে আদালতপাড়ায় ডন বজলু বাহিনীর লোকজন বাদী রাশিদা বেগম ও নিহতের ভাই আফজালকে হত্যার হুমকিসহ হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষের লোকজন।
মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৬ অক্টোবর দুপুরে কাচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী বজলুর রহমান ওরফে ডন বজলু তার লোকজন নিয়ে একই এলাকার মৃত সাহাদ আলীর ছেলে যুবলীগ নেতা লিটনকে হাত পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরের দিন পুলিশ ডন বজলুর বাড়ির পিছনের একটি ডোবা থেকে লিটনের মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় বোন রাশিদা বেগম বাদী হয়ে ডন বজলুসহ ২৩ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তদন্ত করে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। একই বছর ৮ মার্চ ওই চার্জশিট আদালতে গৃহিত হয়।
রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে আত্মসমর্পণ করে ডন বজলু জামিন আবেদন করলে আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাহাদাত হোসেন/এফএ/আরআইপি