রাজধানীতে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা থেকে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।  

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

jagonews24

গ্রেফতাররা হলেন- রমজান (৩৬), সাফায়েত হোসেন (২৩), জীবন হোসেন (২৩), সুমন (৪২), ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), তামজিদ হোসেন রবিন (৩০), ফজলুর রহমান রানা (৩৩), মোস্তফা কামাল হাসান (৩৫) ও শফিক (৩৬)।

বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান জাগো নিউজকে এ তথ্য জানান।

jagonews24

তিনি বলেন, দুপুরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানাধীন সুইপার কলোনি এলাকায় ও ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় তিনটি পৃথক অভিযান চালানো হয়। এসময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে চাঁদার নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।