চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেফতারের পর কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ইসলামাবাদ গ্রামের নজির সওদাগরের ছেলে মো. আবদুর রহিম (৩৩), ভোলা জেলার চরফ্যাশন থানাধীন মতলব মিয়ার হাট এলাকার মো. শাহজাহানের ছেলে নুর হোসেন (২৪), কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কাইল্লাকান্দি গ্রামের মো. বাবুলের ছেলে মো. রানা (২১), নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি কামাল গেইট এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (২২) এবং সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি নুরুল হক মাস্টার লেইনের মো. মনু মিয়ার ছেলে মো. তুষার (১৯)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে চারটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আসামিদের বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর।

ওসি বলেন, গ্রেফতার আসামিরা পথচারীদের টার্গেট করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরিনার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।