বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আ. লীগ নেতার মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত জবেদ আলী (৪০) বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি চর-শঙ্করপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বোহাইল ইউনিয়ন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ শঙ্কপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় আওয়ামী লীগ নেতা জবেদ আলী ভূইয়ার মাথায় লাঠির আঘাতে ফেটে যায়। তাকে প্রথমে জামালপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানা পুলিশের ওসি এএসএম ওয়াহেদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিমন/ এমএএস/এবিএস