ভারত থেকে যাত্রীবাহী কোচ আমদানি: প্রথম ২০টি পার্বতীপুরে


প্রকাশিত: ১১:১২ পিএম, ২৩ মার্চ ২০১৬

দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত থেকে আমদানির জন্য নির্ধারিত ১২০টি যাত্রীবাহী কোচের (বগি) মধ্যে ২০টি ব্রডগেজ কোচের প্রথম চালান দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। বুধবার বিকেল পৌনে ৩টায় কোচগুলো পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছায়।

পরে সেগুলো যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সংযুক্তির উপযোগী করার উদ্দশ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হয়। প্রথম চালানের ২০টি কোচের মধ্যে ৩টি এসি বার্থ, ৬টি এসি চেয়ার, ৮টি শোভন শ্রেণির চেয়ার কোচ ছাড়াও ৩টি পাওয়ারকার রয়েছে।

যাত্রীবাহী কোচ ক্রয় প্রকল্প সূত্রে জানা গেছে, পূর্ব প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলারের ভারতীয় আর্থিক সহায়তার আওতায় ভারত থেকে ১২০টি যাত্রীবাহী কোচ (ব্রডগেজ) সরবরাহের উদ্দেশ্য ২০১৫ সালের মার্চ মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৬শ’ ৩৯ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুযায়ী এক বছরের মাথায় বুধবার প্রথম কিস্তিতে ২০টি, আগামী দুই সপ্তাহের মধ্যে আরো ২০টি ও আগামী ডিসেম্বর মাসের মধ্যে অবশিষ্ট যাত্রীবাহী কোচ সরবরাহের কাজ সম্পন্ন হবে।

"
যাত্রীবাহী কোচ ক্রয়ের প্রকল্প কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিম জোনের মুখ্য যান্ত্রিক প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশের দর্শনা রেল স্টেশনে রাইটস ইন্ডিয়া লিমিটেডের প্রতিনিধি গোবিন্দ কুমার ও মজিবর রহমানের নিকট থেকে যাত্রীবাহী কোচগুলো গ্রহণ করা হয়। এসময় পাকশীর বিভাগীয় সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) রাশেদ ইবনে আকবর উপস্থিত ছিলেন।

যাত্রীবাহী রেলকোচ আমদানির ব্যাপারে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল বলেন, ঢাকাসহ রেলের পশ্চিম জোনে ৩০টি ব্রডগেজ আন্তঃনগর ট্রেন চলাচল করে। ভারত থেকে আমদানিকরা যাত্রীবাহী কোচগুলো এসব আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে। এতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

এমদাদুল হক মিলন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।