উত্তর সিটির ড্রেনে পরিত্যক্ত লেপ-তোশক-বালিশ, এ দায় কার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নগরের জলাবদ্ধতা নিরসনে দুইদিন ধরে বিভিন্ন এলাকায় ড্রেন, নালা পরিষ্কার শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এরই ধারাবাহিকতায় শনিবারও (২৩ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তবে, ড্রেন থেকে পরিত্যক্ত লেপ, তোশক, বালিশ, প্লাস্টিকের বোতল, পলিথিন পরিষ্কার করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। ড্রেনে এসব ফেলার দায় নাগরিকদের ওপর দিয়েছে ডিএনসিসি।

আজ দুপুরে সংস্থাটি ফেসবুক পেইজ তিনটি ছবি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। দেখা যায়, ড্রেনে নেমে এর ভেতর থেকে তোশক, বালিশ, প্লাস্টিকের বোতল, পলিথিন তুলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এর মধ্যে প্লাস্টিকের বোতল ও পলিথিনের পরিমাণই বেশি।

DNCC

ওই পোস্টে লেখা হয়, ‘যত বৃষ্টিই হোক না কেনো দ্রুততম সময়ের মধ্যে পানি নেমে যাওয়ার পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই ড্রেন যদি আমরা ব্লক করে রাখি ময়লা আবর্জনা ফেলে রাখি পানি যাবে কোথায়? কেউ কেউ গোপনে ড্রেনগুলোতে পরিত্যক্ত লেপ, তোশক, বালিশ পর্যন্ত ফেলে বাসায় চলে যাচ্ছেন, ফলে বৃষ্টি নামলেই হচ্ছে জলাবদ্ধতা। এদায় কার?

আমরা শহরটির সঙ্গে যেমন আচরণ করবো শহর আমাদের তেমনটাই ফেরত দেবে, এটাই স্বাভাবিক। কানাডা, ইউরোপ আমেরিকার মতো সুবিধা পেতে তাদের দেশের নাগরিকদের মতো আচরণ করতে হবে। কথা পরিষ্কার। কোথাও পানি জমে থাকলে ফোন করুন ১৬১০৬ এ নম্বরে। কুইক রেসপন্স টিম পৌঁছে যাবে আপনার কাছে।’

এমএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।