পৌর নির্বাচনে এক বাড়ি থেকে ৩ কাউন্সিলর


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৪ মার্চ ২০১৬

ঝালকাঠি পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে আপন দুই সহোদর হুমায়ুন কবীর খান ও শাহ আলম খান ফারসু এবং তাদের মামাতো বোন মোছা. সীমা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অপরদিকে দুলাল হোসেন হাওলাদার কাউন্সিলর এবং তার  চাচী শ্বাশুরী তাসলিমা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, ঝালকাঠি পৌরসভার একাধিকবার নির্বাচিত কাউন্সিলর হুময়ায়ুন কবীর খান ৭ নং কিফাইত নগর ওয়ার্ড থেকে ২০ মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার আপন ছোট ভাই শাহ আলম খান ফারসু ৬ নং বাসন্ডা ওয়ার্ড থেকে ২০ মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়াও তাদের মামাতো বোন মোছা. সীমা বেগম ভ্যানিটি ব্যাগ প্রতীক নিয়ে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ নং ওয়ার্ড (৪, ৬ ও ৭ নং ওয়ার্ড) থেকে বিজয়ী হয়েছেন।

অপর দিকে ৩ নং কৃষ্ণকাঠি ওয়ার্ডে এবার প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী দুলাল হাওলাদার। তার চাচী শ্বাশুড়ি তাসলিমা বেগম ভ্যানিটি ব্যাগ প্রতীক নিয়ে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড (১, ২ ও ৩ নং ওয়ার্ড) থেকে বিজয়ী হয়েছেন।

কাউন্সিলর হুমায়ুন কবীর খান বলেন, দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এলাকার সার্বিক উন্নয়ন সাধন করাই হবে আমাদের লক্ষ্য। এজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।

আতিকুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।