দেবিদ্বারে নির্বাচিত ইউপি সদস্যের কারাদণ্ড
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য আ. মান্নান মোল্লাকে (৫৮) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী এ রায় দেন।
জানা যায়, উপজেলার সুবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য আ. মান্নান মোল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বুধবার বিকালে সুবিল গ্রামে বিজয় মিছিল করেন। এ সময় তার সমর্থকরা রাস্তায় পরাজিত প্রার্থী আ. অহিদ এবং তার ভাই আবুল বাশারের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী বিজিবি ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নবনির্বাচিত ইউপি সদস্য আ. মান্নান মোল্লাকে ঘটনাস্থল থেকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি