নীলার ময়না পাখি


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৪ মার্চ ২০১৬

লাক্স সুন্দরী নীলা। দেশের সবচাইতে আলোচিত প্রতিযোগীতা থেকে বেরিয়ে আসলেও শোবিজে এখনও নিজেকে ততোটা পরিচিত করে তুলতে পারেন নি।

এর কারণ পড়াশোনা। তবে ফাঁক ফোকরে মনের মতো গল্প ও চরিত্র পেলে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায় এই সুন্দরীকে। তেমনি ভালো লাগার তাগিদেই কাজ করেছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত টেলিছবি ‘ময়না পাখি’তে।

আশুতোষ সুজনের রচনায় এটি পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। এখানে নীলার সঙ্গে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা ইউসুফ মেমী, আজাদ, ওয়াসেক প্রমুখ।

টেলিছবিটি আগামী শুক্রবার, ২৫ মার্চ বিকেল ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।  

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।