লালবাগে আগুন লাগা ভবনে প্লাস্টিকের জিনিসপত্রে রং করা হতো

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর লালবাগে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, ভবন থেকে ধোঁয়া বের হওয়া এখনো কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস। ভবনের দ্বিতীয় ও প্রথম তলায় প্লাস্টিকের জিনিসপত্রে রঙের কাজ করা হতো বলে জানা গেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২২মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, ভবন থেকে ধোঁয়া বের হওয়া এখনো কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস। আগুন লাগা ভবনটি তিনতলা বিশিষ্ট। ভবনের তৃতীয় তলায় কয়েকটি পরিবার বসবাস করলেও দ্বিতীয় ও প্রথম তলায় প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রে রঙের কাজ করা হতো বলে জানিয়েছে স্থানীয়রা। ভবনটির দ্বিতীয় তলায় ওই কোম্পানির একটি অফিস ছিল বলেও জানা যায়।

আরও পড়ুন>> লালবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

লাগবাগের স্থানীয় বাসিন্দা মাহবুর রহমান বলেন, দুপুর ১ টা ৩৫ মিনিটে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন দিই। দশ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চলে আসে। ভবনের তৃতীয় তলায় কয়েকটি পরিবার বসবাস করতো। নিচ তলায় এবং দ্বিতীয় তলায় প্লাস্টিকের জিনিসপত্রে রঙের কাজ হতো। ওই কোম্পানির দ্বিতীয় তলায় একটি অফিস ছিল।

এমএনএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।