বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ


প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৪ মার্চ ২০১৬

রাজশাহী মহানগরীর সোনাদিঘীর মোড়ের ভাই ভাই আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে এক কিশোরীকে গণধর্ষণ করেছে তার প্রেমিক ও সহযোগীরা।

বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সকাল সাতটার দিকে একটি অটোরিকশায় করে ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই অটোরিকশা চালক রনিকে আটক করেছে। সে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার মৃত দলিল মণ্ডলের ছেলে।

ধর্ষণের শিকার ওই কিশোরী রামেক হাসপাতাল বক্স পুলিশকে জানায়, তার সঙ্গে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকন তাকে বুধবার বিকেলে রাজশাহীতে ডেকে নিয়ে আসে। রাজশাহীতে আনার পরে খোকন ভাই ভাই আবাসিক হোটেলে নিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এর সঙ্গে হোটেলের কর্মচারীরাও জড়িত রয়েছে বলে সে জানিয়েছে।

রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের উপপরিদর্শক (এসআই) নাজমা খানম জানান, হোটেলের কর্মচারীদের সহযোগিতায় মেয়েটিকে রাতভর গণধর্ষণ করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার সকালে খোকন তার বন্ধু রনিকে ডেকে নিয়ে তার অটোরিকশাতে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। রাজপাড়া থানার মাধ্যমে এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।