ট্রাকচাপায় হেলপার, বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো বাইক আরোহীর

চট্টগ্রামের পটিয়ায় বাস মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমলমুন্সির হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালকের সহযোগী ছৈয়দ আলম (৩৩) ও মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান খোকন (৩৬) ঘটনাস্থলেই নিহত হন। অন্য আরোহী বোরহান উদ্দিন নাছির (৩২) আহত হয়েছেন।
নিহত ছৈয়দ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পুরান কল্যাণপাড়া এলাকার ছৈয়দ মুরাদের ছেলে, এস এম আজিজুর রহমান খোকন পটিয়া থানাধীন কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার প্রয়াত আহমদুর রহমানের ছেলে। অন্যদিকে আহত বোরহান উদ্দিন নাছির একই এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার জাগো নিউজকে বলেন, কমলমুন্সিহাট সংলগ্ন আনসার ব্যাটালিয়নের সামনে রাতে ট্রাক রেখে অনেকে রাস্তার পাশের দোকানে খাবার খান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাকচালকের সহযোগী ছৈয়দ আলম ট্রাকটি সাইট করার জন্য নিচে নেমে সিগন্যাল দিচ্ছিলেন।
একই সময় মোটরসাইকেল এলে ছৈয়দ থামার সংকেত দেন। এসময় ট্রাকচালক পেছনে গিয়ে সহযোগীকে চাপা দেন। অন্যদিকে কক্সবাজারমুখী দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক সহযোগী ও এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলের আরেক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম