বরগুনায় সাংবাদিকদের উপর হামলা


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৪ মার্চ ২০১৬

পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিরাজ আহমেদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত মিরাজ আহমেদ জাবেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মিরাজ আহমেদ জানান, উপজেলার চাওড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যান মো. বাদল খাঁনের নির্দেশে তার ভাই মো. আলমাছ খাঁন সন্ত্রাসীদের নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের বাড়ি-এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর চালাচ্ছে। এসব হামলা এবং ভাঙচুরের খবর সংগ্রহ করতে গেলে বাদল খাঁনের ভাইয়ের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী তার হামলা চালায়। এসময় ক্যামেরা ভাঙচুর করে এবং ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে চাওড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. বাদল খাঁন এবং তার ভাই আলমাচ খাঁনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।