৫ প্রতিষ্ঠানকে চসিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:২৯ এএম, ০৩ অক্টোবর ২০২৩

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ অক্টোবর) নগরীর জিইসি, গোলপাহাড়, জামালখান এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌস। অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অংশ নেন।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালকে ২৫ হাজার টাকা, রাস্তার ওপর জেনারেটর স্থাপনের দায়ে মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা, ফুটপাতে আবর্জনা ফেলার দায়ে বে-ইম্পরিয়াম জুতার শোরুমকে ২ হাজার টাকা, আবদুল হান্নানকে ১ হাজার টাকা এবং জামাল খান এলাকায় ভবনের আন্ডার গ্রাউন্ডে এডিস মশার লার্ভা পাওয়ায় সানমার স্প্রিং গার্ডেন ওনার্স অ্যাসোয়িয়েশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অভিযানে গোলপাহাড়ের মোড় রাস্তা ও ফুটপাতের ওপর ওয়ারিয়র টাওয়ারের কংকর জব্দ করা হয়।

ইকবাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।