বয়ফ্রেন্ডকে নিয়ে বাবার বকাঝকা

৬ তলা থেকে লাফ দিয়ে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

রাজধানীর পল্লবী থানা সংলগ্ন এলাকায় একটি ৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তায়েবাতুন জুঁই (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২ অক্টোবর) রাতে পল্লবীর ২০ নম্বর রোডের ডি ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসার ছাদ থেকে লাফ দেন জুঁই।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থী তার বয়ফ্রেন্ডকে লুকিয়ে স্বর্ণ দিয়েছিল। বিষয়টি তার বাবা জানতে পেরে মেয়েকে বকাবকি করেন ও চড়-থাপ্পড় দেন। এ ঘটনায় রাগ করে ওই শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটায়।

মঙ্গলবার (৩ অক্টোবর) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে কলেজ শিক্ষার্থী তায়েবাতুন জুঁই আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে থানা পুলিশের টিম পাঠানো হয় ঘটনাস্থলে। মেয়েটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

এ ঘটনায় নিহতের আত্মীয় আইনগত ব্যবস্থা নিয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, এখন তার পরিবার ময়নাতদন্ত নিয়ে হাসপাতালে ব্যস্ত আছে। ময়নাতদন্ত সম্পন্নের পর মরদেহ বুঝে পেলে থানায় এসে আইনগত ব্যবস্থা নিলে সহযোগিতা করার কথাও জানান তিনি।

টিটি/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।