বাড্ডায় হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) উপ-পরিচালক আমিনুল ইসলাম।
তিনি বলেন, সোমবার (২ অক্টোবর) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যা মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মোস্তফা গ্রেফতারের আগে দীর্ঘদিন বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/এমআরএম/জিকেএস