ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর রাম লক্ষণ জিউ মন্দির শংকর সাধুর আশ্রমের সামনের হানিফ ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে মো. হৃদয় বাদশা (২০) নামে এক যুবক আহত হন।
সোমবার (২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরে বাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ অক্টোবর) সকালের দিকে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপশ মন্ডল জানান, জাতীয় অর্থোপেডিক পূর্ণবাসন ও হাসপাতাল থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ছিল।
কাজী আল আমিন/এসটি/এএসএম