নাগরিক নাট্যাঙ্গনে ৩ দিনের কর্মশালা
আনন্দময় ২০ বছরের পথ পেরিয়ে নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ শুরু করেছে ২১’র যাত্রা। হেঁটে আসা এই যাত্রাপথে থিয়েটারের হাত ধরে দলটি ছড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার আদর্শ-দর্শন, নান্দনিক মূল্যবোধ, কর্ম ও তার প্রাপ্তি; মানুষ থেকে মানুষে।
দলটি চায় আরও অনেক দূরের পথে হেঁটে যেতে। চায় আরো নতুন প্রাণের সঞ্চারণ। চায় উদ্যমী বন্ধুর পাশে থেকে সমৃদ্ধ করতে তার সাধনা। সে লক্ষ্যে নতুন কর্মীর সন্ধাণে একটি কর্মশালার আয়োজন করেছে নাগরিক নাট্যাঙ্গন। তিন দিনব্যাপী এই থিয়েটার কর্মশালাতে অভিনয় ও সংস্কৃতি আন্দোলনে ইচ্ছুক যে কেউ অংশ নিতে পারবেন।
আগামী মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মশালাটি শুরু হবে বলে জানালেন দল প্রধান বরেণ্য নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। এখানে অংশ নিতে নিবন্ধন চলবে ২৮শে মার্চ পর্যন্ত। প্রয়োজনে : ০১৭১৭১৩৬২৮৮, ০১৭৪০৫০৬৬৯১
এলএ/এমএস