সহিংসতার ঘটনায় আরও ৩৩ জনকে গ্রেফতার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

সহিংসতা ও পরবর্তী সময়ে বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে  আরও ৩৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের পরিচয় জানায়নি র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত ৩৩ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ২১৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরমধ্যে ২৮ অক্টোবর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এছাড়া গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় পোশাকশ্রমিকদের মধ্যে সহিংসতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গাড়িতে অগ্নিসংযোগের সময় সুজন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নাশকতায় জড়িত রাজধানীর মতিঝিল থেকে পটুয়াখালী জেলার দুমকি থানা কৃষক দলের নেতা আব্দুল মালেক মৃধা ও যশোরের কোতোয়ালী থেকে বিরোধীদলের ইউনিয়ন সহ-সভাপতি আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়।

আরএসএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।