সার্জেন্টের নামে প্রতারণা, জুতার নিচে লুকানো ছিল টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৩ নভেম্বর ২০২৩

পুলিশের সার্জেন্টের নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতারণার ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জুতার নিচে এসব টাকা লুকিয়ে রাখা ছিল।

গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. রাজু (৩২)। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর মডেল থানার ২ নম্বর সেকশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার রাজু নিজেকে পরিচয় দেন পুলিশ কর্মকর্তার লোক হিসেবে। তিনি জানান, তিনি সার্জেন্ট আশরাফের কাজ করেন। অথচ এই নামে কোনো সার্জেন্ট নেই। কিন্তু আশরাফুর জামান আশরাফ নামে ভিজিটিং কার্ডও ছাপিয়েছেন তিনি। সেই কার্ড বিভিন্ন স্থানে দিয়ে প্রতারণা করেন।

রোববার সাহাবুদ্দীন নামে একজনকে স্বল্পমূল্যে ব্যাটারি দেওয়ার নামে ৩৫ হাজার টাকা নেন। এরপর ব্যাটারি এনে দিচ্ছেন বলে পালিয়ে যান রাজু। পরে পুলিশের কাছে অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়।

আরএসএম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।