চট্টগ্রামে মিছিল করতে গিয়ে জামায়াতের চার নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০২:২৩ এএম, ২১ নভেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বউবাজার এলাকায় মিছিল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জামায়াত-শিবিরের চার নেতাকর্মী।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হালিশহর থানার ঈদগাঁ-নতুন বাজার সড়কের বউবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আকবরশাহ থানা জামায়াতের আমির আবদুস সবুর (৪৫), পাহাড়তলী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন (৩৮), ছাত্র শিবিরের দুই নেতা মো. রাইয়ান (২১) এবং মো. শাহেদ মজুমদার (২৯)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাহাড়তলী থানার ব্যানারে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এসময় তাৎক্ষণিক তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। ঝটিকা মিছিলের নামে তাদের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানান ওসি।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।