পাওনা টাকা চাওয়ার জেরে যুবক খুন, গ্রেফতার মূল আসামি
চট্টগ্রামের পটিয়ায় পাওনা টাকা চাওয়ার জেরে রাকিবুল হাসান হৃদয় খুনের মামলায় মূল আসামি মো. শরীফকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে পটিয়া থানাধীন আশিয়া বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ আশিয়া ইউনিয়নের মল্লপাড়া গ্রামের মো. আইয়ুবের ছেলে।
এর আগে ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে আশিয়া বাংলাবাজার এলাকা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাকিবুল হাসান হৃদয় পটিয়া থানাধীন বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকার মো. কবির আহমদের ছেলে। এ ঘটনায় হৃদয়ের মা রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
নিহতের মামা মো. মামুন বলেন, হৃদয় চট্টগ্রামে পাটজাত বস্তার দোকানে চাকরি করেন। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বাড়িতে ছিলেন। ওইদিন বিকেলে তার মা তাকে বাজার করার জন্য বললে, সে আশিয়া বাংলাবাজারে যাওয়ার জন্য বের হয়। ঘণ্টাখানেক পর খবর আসে তাকে কারা ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হৃদয়ের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন। পেটের ভুঁড়ি বের হয়ে গেছে।
মামুন জাগো নিউজকে বলেন, মঙ্গলবার আশিয়া বাংলাবাজারে সাপ্তাহিক বাজার রয়েছে। বিকেলে হৃদয়ের মূল খুনি শরীফকে আশিয়া বাংলাবাজার থেকে গ্রেফতার করে। এখানে স্থানীয় ক্ষুব্ধ জনতা শরীফকে পুলিশের হাত থেকে নিয়ে গণপিটুনি দিতে চেয়েছিল। কিন্তু পুলিশ জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, ধার দেওয়া টাকা ফেরত চাওয়ার জেরে ২৩ নভেম্বর আশিয়া বাংলাবাজার এলাকায় হৃদয় নামের এক যুবক খুন হন। ওই মামলার প্রধান আসামি শরীফকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এমডিআইএইচ/জেডএইচ/এমএস