২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি জুয়েল, সম্পাদক শাহেন শাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০২ ডিসেম্বর ২০২৩

২৮তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শাহেন শাহ।

শুক্রবার (১ ডিসেম্বর) সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ডিএমপি পুলিশ সুপার হাসান আরাফাত, নির্বাচন কমিশনার দুদকের ঢাকার পুলিশ সুপার একেএম মাহবুবুর রহমান ও ডিএমপির পুলিশ সুপার সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য প্রকাশ করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

নতুন কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক শাহেন শাহ বলেন, আমরা আমাদের ব্যাচের জন্য কাজ করবো। ব্যাচের সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করে যাবো।

আরএসএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।