২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতা মোহন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলার সময় রাজধানীর পল্টন এলাকায় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. মোহনকে (৬৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

মোহন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেফতার করা হয়েছে।

মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া তিনি কেরানীগঞ্জ, রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ নাশকতা কার্যক্রমে সরাসরি জড়িত। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।