চট্টগ্রামে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল, দুদিনে গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিবসহ গ্রেফতারদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দশম দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রামে ২১ স্থানে মিছিল সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

এছাড়া গত দুদিনে চট্টগ্রামে ২০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানায় বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি জাগো নিউজকে জানান।

তিনি বলেন, অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় মশাল মিছিল হয়েছে। বুধবার সকালে নগরীর মুরাদপুর মোড়, ষোলশহর দুই নম্বর গেট থেকে প্রবর্তক ও রাহাত্তার পুল ফুলকলি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে গত দুদিনে বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া গত সোমবার রাতে আকবর শাহ ও ডবলমুরিং থানায় দুটি মামলা করা হয়েছে।

ইদ্রিস আলী জানান, গত দুদিনে উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমির আহম্মদ খান, মহানগর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, খুলশী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহজাহান ও আনোয়ার হোসেন আনু, চান্দগাঁও থানা যুবদল নেতা মো. ইব্রাহিম ও মো. আরিফ, মোহরা ওয়ার্ড যুবদল নেতা মো. ইলিয়াছ, চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা মো. নেজাম ও মো. হান্নান, বাগমনিরাম ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলাম শফি ও মো. নাদিম, পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা মো. মোমিন, ছাত্রদল নেতা ইসমাইল কায়সার, কাজী রায়হান, মো. লিটন, ওসমান গনি, মো. শাহীন, হৃদয় আহমেদ, মো. মনির ও নাজির শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।

ইকবাল হোসেন/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।