তনু হত্যা মামলায় গোয়েন্দা বাহিনী ফেল করেনি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গোয়েন্দা বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনী ফেল করেনি। তদন্ত অনুযায়ী সঠিক কাজ করে শিগগিরই এ বিষয়ে জানা যাবে।
শনিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নির্বাচন পরবর্তী সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় নিয়ন্ত্রণ করেন ইসি। আর এ বিষয়ে ব্যবস্থাও নেন তিনি। আধিপত্য বিস্তারের জন্য এ সকল সহিংসতা হয়ে থাকে। এগুলো কাঙ্ক্ষিত নয়, কারোরই কাম্য নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এ সকল সহিংসতায় মামলা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। প্রথম ধাপের সহিংসতার চেয়ে দ্বিতীয় ধাপে অনেকাংশে কম হয়েছে। পরবর্তীতে এ ঘটনা আরো কমবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক পিএসসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।
এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি