রাঙ্গুনিয়ায় দুই অস্ত্র কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ মো. রোকন (৪১) এবং সিরাজুল হক (৩২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

এর আগে শুক্রবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রোকন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসিয়া চীপছড়ি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সিরাজুল হক কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নয়াপাড়া গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুইটি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রেফতাররা এসব আগ্নেয়াস্ত্র তৈরি, বিক্রিসহ নানান কাজে ব্যবহার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ইকবাল হোসেন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।