পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে তালেবানদের জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দাও জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শোক বিবৃতিতে বলেন, ‘বর্বর ও ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষকে  স্তম্ভিত ও  শোকাহত করেছে।’

বিবৃতিতে প্রধানমন্ত্রী, এই ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধে উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করারও আহ্বান জানিয়েছেন।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ হামলায় নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েক জঙ্গি সামরিক পোশাকে খাইবার পাখতুনখা প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী স্কুলের দিকে অগ্রসর হলে তুমুল গোলাগুলি শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।