টিকটকের বর্ষসেরা পুরস্কার জিতে উচ্ছ্বসিত আয়মান-মুনজেরিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪ এএম, ২৮ জানুয়ারি ২০২৪

দেশে কনটেন্ট তৈরিতে প্রথমবারের মতো বর্ষসেরার সম্মাননা দিলো ছোট ভিডিওর ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটক। এতেই বাজিমাত করলেন টেন মিনিট স্কুল দিয়ে সারাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠা আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি। দুই ক্যাটাগরিতে তারা এ পুরস্কার জিতে নিয়েছেন।

রাজধানীর অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (২৭ জানুয়ারি) রাতে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।

দেশে প্রথমবারের মতো দেওয়া পুরস্কারে বর্ষসেরা ‘আমার বাংলা’ জয়ী হয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক। একই মঞ্চে শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে ২০২৩ সালের সেরা কনটেন্ট নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন তার সহধর্মিণী ও সহকর্মী মুনজেরিন শহীদও। তিনি জিতেছেন বর্ষসেরা টিকটক লার্ন অন এডুকেশন পুরস্কার।

টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট পূজা দত্তের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা।

jagonews24

অনুষ্ঠানে টিকটকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেন দেশের সফল অনেক কনটেন্ট ক্রিয়েটর। বিয়ের পর এ যুগলের সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই।

পুরস্কার জিতে খুশি আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদও। দুজনই পুরস্কার হাতে নিজেদের ছবি শেয়ার করেছেন। আয়মান সাদিক পুরস্কার নেওয়ার বেশকিছু ছবি ও মুনজেরিনের সঙ্গে যুগল ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘টিকটকের সঙ্গে এগিয়ে যাওয়ার এ যাত্রা স্বল্প সময়ের জন্য নয়। টেন মিনিট স্কুল টিকটকের সঙ্গে যৌথভাবে ১৫ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে সহায়তা পৌঁছে দেবে। আমরা শুধু বড় স্বপ্ন দেখেই ক্ষান্ত হবো না, সেটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো।’

স্ট্যাটাস দিয়েছেন মুনজেরিন শহীদও। তিনি লিখেছেন, ‘টিকটক সবসময় আমাকে শেখানোর নতুন ও আকর্ষণীয় উপায়ের কথা ভাবতে সহায়তা করেছে। এ স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। আয়মানের সঙ্গে এ পুরস্কার জেতাটা আমার জীবনে আরও স্মরণীয় হয়ে থাকবে। কারণ তার থেকেই আমি শিখেছি।’

অনুষ্ঠানে হ্যাশটাগ আমার বাংলাদেশে মোট ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে বর্ষসেরা হয়েছেন মাহিম আহমেদ এবং বর্ষসেরা এমার্জিং ক্রিয়েটর হয়েছেন ইমরান হোসেন।

এছাড়া শর্ট প্ল্যাটফর্মে নিয়ন নিলয়, বড় প্ল্যাটফর্মে রবিন রহমান, ‘টিকটক কিং’ হয়েছেন তানহা ইসলাম, ‘বেস্ট ফুড কনটেন্ট ক্রিয়েটর’ মাহমুদুর রহমান হৃদয়, ‘বিউটি ক্রিয়েটর অব দ্য ইয়ার’ মাইশা মেহরুন অর্পা, ‘ফ্যাশন ক্রিয়েটর অব স্টাইল’ হয়েছেন তন্ময়।

এএএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।