স্কুলছাত্র রিয়ান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশিত: ০২:০১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৪

স্কুলছাত্র রিয়ান হত্যা মামলার প্রধান আসামি সাগরকে (২০) গ্রেফতার করেছে রুপনগর থানার পুলিশ। বুধবার রাত পৌনে আটটার দিকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে মুখ খুলছে না পুলিশ।

ইতোমধ্যে পুলিশ সাগরকে নিয়ে মামলার অন্য আসামিদের ধরতে অভিযান শুরু করেছে বলে জাগোনিউজকে জানিয়েছেন রুপনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।