ধানমন্ডিবাসীকে ভালোবাসা দেখাবো পরিচ্ছন্নভাবে: ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস

রাজধানীর ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেখানে অংশ নিয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, আমরা ধানমন্ডিবাসীকে ভালোবাসা দেখাবো পরিচ্ছন্নভাবে। তার জন্যই আজ আমরা এখানে একত্র হয়েছি।

‘এখানে সকাল থেকেই কাজ শুরু হয়েছে। আজ সারাদিন এখানে পরিচ্ছন্নতা অভিযান চলবে। এটা কিন্তু এরকম নয় যে আজ শুরু হয়ে কাল থেকে বন্ধ হয়ে যাবে। এটা আজ থেকে শুরু হলো, অন্তত আগামী পাঁচ বছর চলবে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডি লেকে বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডিকে নতুনভাবে সাজাতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান ডিএসসিসি মেয়র।

এমএমএ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।