রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার মাটি মসজিদ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মামুন মিয়া (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
মামুন মিয়া ভোলার দৌলতখান থানার ইদ্রিস আলী ছেলে। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় থাকতেন। পেশায় ঠিকাদারি মামুন মিয়া দুই ছেলে ও এক মেয়ের সন্তানের জনক ছিলেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠিকাদার মামুন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল মোতালেব জাগো নিউজকে জানান, নিহত একজন ঠিকাদার। বিকেলে কাজ দেখাশোনার জন্য নির্মাণাধীন ভবনের আটতলায় যান তিনি। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। তাৎক্ষণিক আহতাবস্থায় প্রথমে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম