২১ ডিসেম্বর পে-কমিশনের প্রতিবেদন হস্তান্তর


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

অবশেষে হস্তান্তর হতে যাচ্ছে নতুন পে-কমিশনের প্রতিবেদন। পে-কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পে-কমিশনের প্রতিবেদন হস্তান্তর করবেন বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

পে-কমিশনের প্রতিবেদন গত ১৬ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তরের কথা ছিল। তবে অর্থমন্ত্রী চিকিৎসার জন্য গত ১১ ডিসেম্বর সিঙ্গাপুর যান। এ ছাড়া পে-কমিশন তাদের প্রতিবেদনে কিছু সংযোজন-বিয়োজনের জন্য ২২ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করলে অর্থ মন্ত্রণালয় তা অনুমোদন করে।

অর্থমন্ত্রী আজ রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন। তাই আগামী রোববার প্রথম কার্যদিবসেই অর্থমন্ত্রীর কাছে নতুন পে-কমিশনের রিপোর্ট জমা দেবেন ড. ফরাসউদ্দিন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।