চান্দগাঁওয়ে রেস্তোরাঁ কর্মচারী খুনের আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৫ মার্চ ২০২৪

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় রেস্তোরাঁ কর্মচারী রিয়াদ খুনের ঘটনায় পলাতক আসামি মো. সাইফুলকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৫ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব -৭।

গ্রেফতার সাইফুল চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার প্রয়াত শামসুর ছেলে।

এর আগে রোববার (২৪ মার্চ) বিকেলে চান্দগাঁও থানা এলাকার বহদ্দার বাস টার্মিনাল সংলগ্ন স্বাধীনতা কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ১৩ মার্চ চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্তোঁরায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে রেস্টুরেন্ট কর্মচারীকে খুন করে প্রতিপক্ষরা। মূলত ওই ঘটনার আগে রেস্তোঁরা মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় বাবুল মিয়ার সঙ্গে। এরপর বাবুলের অনুসারী আসামি সাইফুলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালান।

এসময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টটির ৮ জনের মতো কর্মচারী গুরুতর আহত হয়। হামলাকারীদের ছুরিকাঘাতে রিয়াদ নামের এক কর্মচারী পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পরপরই বাবুলসহ দুইজনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় রেস্তোঁরা মালিক মালিক মোহাম্মদ ইকবাল বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে হামলাকারী মো. সাইফুলসহ অন্য আসামিরা আত্মগোপনে চলে যান।

এদিকে এ ঘটনায় গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-৭। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে অন্যতম আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করে র‌্যাব। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয় বলে জানায় চান্দগাঁও থানা পুলিশ।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।