উপজেলা ভোট

রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সই নিতে সময় বেঁধে দিলো ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

আগামী ২১ মে বিভিন্ন উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সই নিতে এক সপ্তাহ সময় বেঁধে দিলো ইসি।

বুধবার (৩ এপ্রিল) পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩) (গ) (ইইই) অনুযায়ী হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর সই লাগবে।

অথবা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সইসহ তালিকা বর্ণিত বিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রেরণের জন্য এবং একই সঙ্গে উক্ত পত্রের অনুলিপি নির্বাচন কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

এমওএস/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।