উপজেলা নির্বাচন

রাউজান-রাঙ্গুনিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১ এএম, ০১ মে ২০২৪

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ছয় প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) শেষ দিনে তাদের মনোনয়ন ফরম প্রত্যাহারের ফলে চার উপজেলায় প্রার্থী আছেন ২১ জন। এর মধ্যে রাউজানে তিনটি পদের প্রতিটিতে একজন করে প্রার্থী থাকায় সেখানে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রাঙ্গুনিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যানসহ দুইজন।

আগামী ২১ মে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাউজান
গত কয়েকবারের ধারাবাহিকতায় এবারও রাউজানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তিনটি পদের প্রতিটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

তারা হলেন-চেয়ারম্যান পদে এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবিনা ইয়াসমিন। এর আগে ২১ এপ্রিল নির্বাচনী প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তিন পদে উল্লেখিত তিন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়ন ফরম প্রত্যাহার করেননি।

প্রার্থীদের মধ্যে এবার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবিনা ছাড়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের দু জন স্ব স্ব পদে বর্তমান পর্যন্ত তিন মেয়াদে দায়িত্ব পালন করছেন।

গত আট বছর ধরে রাউজানের স্থানীয় সরকার তথা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীরা এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ফলে স্থানীয় সরকারের কোনো নির্বাচনেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পরছেন না উপজেলার অন্তত তিন লাখ ভোটার।

রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম একক মনোনয়নপত্র দাখিল করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে দুজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খাইরুল বশর মুন্সী ও উত্তর জেলা শ্রমিক লীগের উপদেষ্টা মো. আব্দুল মান্নান। ফলে এখন নির্বাচনে লড়বেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক।

এদিকে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহিলা যুবলীগের বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়েছেন নেতাকর্মীরা। এর আগে উপজেলা ছাত্রলীগও বর্ধিত সভা করে তাকে সমর্থন জানিয়েছিল। অন্যদিকে ভোটের মাঠে নিজের জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন অন্য প্রার্থী ওমর ফারুক।

হাটহাজারী
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে হাটহাজারীতে চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে একজনসহ মোট তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন-চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দীন শাহ ও নূর খান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হুদা। এখন বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট এগারো প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাটহাজারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দীন শাহ মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন এম এ খালেদ চৌধুরী, মো. আশরাফ উদ্দীন জীবন, মো. নাজমুল হুদা, অশোক কুমার নাথ ও নুরুল আবছার। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, বিবি ফাতেমা শিল্পী, মোছা. শারমীন আক্তার এবং সাজেদা বেগম মনোনয়ন জমা দিয়েছিলেন।

ফটিকছড়ি
মঙ্গলবার মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনে এক পুরুষ ভাইস চেয়ারম্যান মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন- মোহাম্মদ আনোয়ারুল হক। ভাইস চেয়ারম্যান পদে মাঠে আছেন এডভোকেট ছালামতুল্লাহ চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

অন্যদিকে চেয়ারম্যান পদে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও শারমিন আক্তার নুপুর ভোটে রয়েছেন।

এএজেড/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।