উপজেলা নির্বাচন

দৌলতপুরের ওসি প্রত্যাহার, আরও ২ উপজেলার চেয়ারম্যানপ্রার্থীকে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৫ মে ২০২৪

উপজেলা নির্বাচনকে সুষ্ঠু করতে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগে বরগুনার পাথরঘাটা ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে তলব তলব করেছে সাংবিধানিক সংস্থাটি।

শুক্রবার (২৪ মে) এ তথ্য জানিয়েছে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান ও নির্বাচন শাখার উপসচিব আতিয়ার রহমান।

ইসি জানায়, বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচনে চেয়াম্যানপ্রার্থী এনামুল হোসাইনের বিরুদ্ধে আচরণ লঙ্ঘনের অভিযোগ ওঠায় তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বলেছে ইসি। এক্ষেত্রে আগামী ২৭ মে সকাল সাড়ে দশটায় ইসিতে উপস্থিত তাকে ব্যাখ্যা দিতে হবে।

অন্যদিকে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যানপ্রার্থী আবু আহমেদ চৌধুরীকেও আচরণবিধি লঙ্ঘনের কারণে ব্যাখ্যায় তলব করেছে ইসি। তাকে আগামী ২৬ মে বেলা ১১টায় ব্যাখ্যা দিতে আসতে হবে।

এমওএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।