চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৮ এএম, ১০ জুন ২০২৪

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার অক্সিজেন মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কিছু টাকা, টিপছোরা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- আসিফুর রহমান আসিফ (২৩), মো. রাজু (২১), রবিউল হাসান মিন্টু (২২) এবং মো. সাকিব বেপারী (২২)। তাদের মধ্যে আসিফের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নাশকতা এবং মাদকের ৮টি এবং সাকিব ড্রাইভারের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা জাগো নিউজকে বলেন, গত শুক্রবার ভোরে এবং সকাল সাড়ে ৭টার দিকে শীতলঝর্ণা এলাকায় দুই ব্যক্তির কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের চিহ্নিত করে। পরে রোববার সকালে অভিযান চালিয়ে অক্সিজেন মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই ভিকটিম থেকে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তাদের রোববারই আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।