রিমান্ডে আরো তিনজনের নাম বলেছেন শফিক রেহমান


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৪ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় জড়িত আরো তিনজনের নাম উল্লেখ করেছেন সদ্য গ্রেফতার হওয়া সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান।

 রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
 
মনিরুল ইসলাম বলেন, এ ষড়যন্ত্রের অর্থ যোগানদাতাসহ ওই তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
 
জিজ্ঞাসাবাদ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, জয়কে অপহরণ চেষ্টা ও হত্যার পরিকল্পনার ৩০ হাজার মার্কিন ডলারের মধ্যে বেশ কিছু অর্থ শফিক রেহমানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেয়া হয়েছে। এফবিআই এজেন্টকে এ টাকা দেয়ারও তথ্য-প্রমাণ মিলেছে। এগুলো যাচাই বাছাই করা হচ্ছে।
 
তবে রিমান্ডে শফিক রেহমান দাবি করেন, মিল্টন ভুঁইয়া ট্যাক্স সংক্রান্ত জটিলতা এড়াতে শফিক রেহমানের একাউন্ট থেকে টাকা পাঠিয়েছিলেন।

প্রসঙ্গত গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ হয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার ঘটনায় শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রথম দফায় ৫ দিন এবং দ্বিতীয় দফায় আরো ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শফিক রেহমানকে।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।