মীনে স্বপ্ন পূরণ, অর্থ সংকট কর্কটে


প্রকাশিত: ০২:৪০ এএম, ২৮ এপ্রিল ২০১৬

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল ) : সমানতালে সফলতা অর্জন করায় মন আনন্দে নাচবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে উৎসাহ উদ্দীপনা সমান তালে বৃদ্ধি পাবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে ): দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল ও বিল পাস হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। দুর্ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্রগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে।

মিথুন (২১ মে-২০ জুন ): ভ্রমণে সাবধান, সেই সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন নচেৎ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই ): কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল না হওয়ায় মন বিষণ্ন হয়ে পড়বে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট ): শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। রাগ জেদ অহংকার বর্জনের সঙ্গে পরিশ্রম ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পেতে পারেন। দিনটি ঘরে বসে বই পড়ে বা টিভি দেখে কাটানো সমীচীন হবে। অবশ্য শ্বশুরালয়, মাতুলালয় ও জীবন সাথীর তরফ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর ): লটারি ফাটকা জুয়া রেস শেয়ারে যেমন প্রাপ্ত হবেন তেমনি উপহারস্বরূপ কিছু পেতে পারেন। স্বজনদের স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার সঙ্গে বহুচিন্তা এক হওয়ায় জীবনটা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ): দুর্যোগের মেঘ সরে গিয়ে পরিস্থিতি অনুকূলে চলে আসবে। হাত বাড়ালেই সফলতা অর্জন তথা শূন্য পকেট টাকায় পূর্ণ হয়ে উঠবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার তথা সম্ভাব্য ক্ষেত্রে বুকের ধন বুকে ফিরে আসবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর ): প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হলেও অবশেষে তা আপনারই পক্ষে আসবে। বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় সংকট টের পাবেন না।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর ): প্রেমিক-প্রেমিকারা অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকুন নচেৎ দণ্ডিত হবেন। সংসার সমাজে আপনার গুরুত্ব যেমন বাড়বে তেমনি দায়িত্বভারও বাড়তে পারে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি ): কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। দীর্ঘদিনের হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভফল প্রদান করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ): ব্যবসা-বাণিজ্য মজবুত হয়ে ওঠায় শূন্য পকেট টাকায় পূর্ণ হয়ে উঠবে, সেই সঙ্গে দিনটি ঋণমুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। রাগ জেদ অহংকার বর্জনের সঙ্গে ব্যয় সংকোচন করতে পারলে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ): কর্মে পদোন্নতি হারানো কর্ম পুনরুদ্ধার তথা নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমীযুগলের মিলন তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণের সম্ভাবনা।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।