চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৪ আগস্ট ২০২৪

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সিটি কলেজ এলাকা থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর আন্দোলনকারীরা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নিলে পুলিশ তাদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ছত্রভঙ্গ শিক্ষার্থীদের সঙ্গে কদমতলী, এনায়েত বাজার ও কোতোয়ালিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে সেসব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। এছাড়া নগরীর পার্কভিউ হাসপাতালে দুই ছাত্রীসহ পাঁচজনক ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা রণক্ষেত্র

জাগো নিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, সিটি কলেজ রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পেছন থেকে গুলি ছুড়ছে হেলমেট পরা এক লোক। তার পাশে থাকা অন্যজনকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়।

অন্যদিকে, রোববার সকাল ৯টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কওমিপন্থি পটিয়া মাদরাসার শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

এএজেড/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।