মদ্যপানে সংজ্ঞাহীন রমনা থানার এসআই


প্রকাশিত: ০৭:২০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

অতিরিক্ত মদ্যপান করে জ্ঞান হারানোর ঘটনায় রাজধানীর রমনা থানার এসআই নাজমুল হককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই থানার এএসআই আব্দুল বারিক তাকে উদ্ধার করেন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢামেকের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তবে কোথা থেকে উদ্ধার করেছেন পুলিশ তা জানাননি।

রমনা থানা সূত্রে জানা যায়, এসআই নাজমুল গত সোমবার রাতে দায়িত্ব শেষ করে বাসায় চলে যান। এরপর মঙ্গলবার সকালে খবর আসে মদপানে জ্ঞান হারিয়েছেন তিনি। এ খবরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রবিউল ইসলাম জানান, এসআই নাজমুল হককে ভর্তি করানোর পর তার পাকস্থলি পরিষ্কার করা হয়েছে। তারপরেও তার জ্ঞান না ফেরায় তাকে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আশঙ্কামুক্ত নন বলে জানান ওই চিকিৎসক। অতিরিক্ত মদ্যপানের কারণে এ অবস্থা হয়েছে বলে জানান তিনি।
এদিকে রমনা থানার এসআই কবির হোসেন দাবি করেন, এসআই নাজমুল গতরাতে দায়িত্ব পালন শেষ সকালে বাসা রওয়ানা হন। পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ নাজমুল মদ পান করেন নি বলেও দাবি করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।