পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি ও বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী অফিসার্স ফোরাম (বিকেবি)। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা না দিয়েছেন তারা।

শনিবার (৩০ নভেম্বর) মতিঝিল বলাকা মোড়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে গোপালগঞ্জ থেকে আসা কৃষি ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, চাকরিতে প্রবেশের তিন বছর পার হলেই পদোন্নতি দেওয়ার কথা। কিন্তু আমরা প্রমোশনের বদলে প্রহসনের শিকার। আমাদের অনেকের চাকরির বয়স ৫/৭ বছর হয়ে গেছে, তবুও প্রমোশন হয়নি। ২৪ এর বাংলায় আমরা আর বৈষম্য মেনে নেবো না। আমাদের কৃষি ব্যাংকের ২০০৮ প্রবিধানেই বলা আছে, তিন বছর পরেই প্রমোশন। এতদিন আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি। আমরা মিথ্যা কোনো দাবি নিয়ে রাস্তায় নামিনি। আমরা ন্যায়সংগত দাবি নিয়ে এসেছে।

অন্য বক্তারা বলেন, আমাদের মূল্যায়ন নেই। আমরা মানবেতর জীবনযাপন করছি। প্রমোশনের নিয়ম আছে জেনেই আমরা চাকরিতে প্রবেশ করেছি। আমরা ধৈর্য আর দক্ষতার সঙ্গেই কাজ করেছি, কৃষি ব্যাংকের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। কৃষি ব্যাংকের প্রবিধানমালা অনুযায়ী দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা কৃষি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমাদের ৯ম গ্রেডের সবার প্রমোশন হয়। কিন্তু আমাদের হয় না। নতুন এমডি এসে গড়িমসি করছেন। আমরা গত আগস্ট মাস থেকে আন্দোলন শুরু করেছি, স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমাদের দাবির সুরাহা হয়নি। আমাদের সাবেক এমডি বলে গেছেন, ভাইভা ছাড়া পদোন্নতি দিতে। কিন্তু নতুন এমডি এসে তা মানছেন না।

বৈষম্যবিরোধী অফিসার্স ফোরামের (বিকেবি) আহ্বায়ক পনির হোসেন জাগো নিউজকে বলেন, ৯ম গ্রেড থেকে উপর লেভেলের সবার পদোন্নতি হচ্ছে। অথচ আমদের হচ্ছে না। কৃষি ব্যাংকের ৫০ শতাংশ কর্মকর্তা আমাদের ১০ গ্রেডের। দিনরাত পরিশ্রম করেও আমরা পদন্নোতি পাচ্ছি না।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এমডি এসে আমাদের দাবি শুনে আশ্বাস না দেবেন ততদিন আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

আরএএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।