মায়ের ভাগের জমি চাওয়ায় ভাগিনাকে কুপিয়ে মারলো মামা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ২৩ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজধানীর মুগদায় মান্ডা বড়পাড়া এলাকার একটি বাসায় মামার ছুরিকাঘাতের পর ভাগিনা মো. রিমন হোসেন (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের খালু মো. বাপ্পি জানান, রিমন জন্ম নেওয়ার পর থেকে ওর বাবা মোহাম্মদ জাহিদ হোসেন আর ওদের খবর নেয় না। তখন থেকেই ওরা নানার বাসায় থাকে। গতকাল দুপুরে তার নানার কাছে মায়ের ভাগের জমি চায়। তার মামা রাজিব এ নিয়ে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে যখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রিমনের লাশ পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য সেখানেই রাখা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কাজী আল আমীন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।